সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা মাহাদী বহিষ্কার
মাদিউর রহমান মাহাদী। ছবি: সংগৃহীত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাদিউর রহমান মাহাদীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মাদিউর রহমান মাহাদীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ফুলপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনার পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে মাহিদুর রহমান মাহাদীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।