একদিনে এক বছরের সমান বৃষ্টি, স্পেনে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫
স্পেনে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে স্পেন। একদিনেই বৃষ্টি হয়েছে এক বছরের পরিমাণ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যার। আবহাওয়াবিদরা বলছেন, গত মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
শুধু ভ্যালেন্সিয়াতেই ৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কাসতিলা লা-মানচায় দুইজন এবং মালাগায় একজন মারা গেছেন। এমন পরিস্থিতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস