যৌনপল্লীতে ছাত্রদলকর্মীকে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১৪:৫৮
শেয়ার :
যৌনপল্লীতে ছাত্রদলকর্মীকে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদলকর্মী ফারুক হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়।গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া ৫ নম্বর ওয়ার্ডের রমজান ফকিরের ছেলে ১ নম্বর আসামিস রিপন ফকির (২৬), ৩ নম্বর আসামি মমিন ফকির (২৭)।

রাজবাড়ীর পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকা থেকে রিপন ফকির ও ফরিদপুর কোতয়ালী থানার খলিল মন্ডলের হাট থেকে মমিন ফকিরকে গ্রেপ্তার করা হয়। ’