লাইনচ্যুত ট্রাম ঢুকল অ্যাপলের শোরুমে
নরওয়েতে ট্রাম লাইচ্যুত হয়ে একটি শোরুমে ঢুকে পড়েছে। এতে অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলোর একটি বাণিজ্যিক এলাকায় ট্রামটি লাইনচ্যুত হয়ে পড়ে একটি কম্পিউটার ও মোবাইল ফোনের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এ দুর্ঘটনায় চারজন আহতও হয়েছেন।
অসলোর প্রধান ট্রেন স্টেশনের কাছে স্টরগাটার একটি সংযোগস্থলে ট্রামটি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় এ কমিউটার ট্রামের ভেতর মাত্র ২০ যাত্রী ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ট্রামটির বেশিরভাগ অংশ দোকানের ভেতর ঢুকে আছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নরওয়েজিয়ান মিডিয়াকে জানান, ট্রামটি প্রচণ্ড গতিতে আসছিল। এ সময় এটির বাঁ দিকে বাঁক করার কথা ছিল। কিন্তু এটি লাইনচ্যুত হয়ে সোজা সামনে এবং দোকানের মধ্যে ঢুকে পড়ে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য ট্রামের চালককে সন্দেহ করা হচ্ছে। তবে তার খোঁজ পাওয়া যায়নি এখনও।
পুলিশ জানিয়েছে, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎিসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তারা নরওয়েজিয়ান নিরাপত্তা তদন্ত কর্তৃপক্ষের সদস্যদের আসার জন্য অপেক্ষা করছে। এ ছাড়া দুর্ঘটনার পর চারতলা ভবনটির কাঠামোগত ক্ষতি পরীক্ষার জন্য এটি পুরোপুরি খালি করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, নরওয়ের রাজধানীতে অসলোতে পাতাল ও রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পোরভিয়েন। প্রতিষ্ঠানটি প্রতি বছরে প্রায় ৫০ মিলিয়ন যাত্রী পরিবহন করে থাকে।