সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের ৩৫ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ১০:০৩
শেয়ার :
সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের ৩৫ যোদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, চলতি সপ্তাহের শুরুর দিকে সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। 

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনী গতকাল বুধবার হামলায় আইএস সদস্যদের নিহত হওয়ার তথ্য প্রকান তারা। 

প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে সম্প্রতি মার্কিন বাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এক সময় উভয় দেশের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসলামিক স্টেট-সহ অন্যান্য ইসলামিক গোষ্ঠীগুলো। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে।’

গত সোমবারের এই হামলায় কোনো বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেন্টকম। 

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা।

এর আগে গত সপ্তাহে আইএসের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে মার্কিন ও ইরাকি বাহিনী। ওই সময় বাগদাদ দাবি করেছিল, তাদের এই যৌথ অভিযানে অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আইএসের শীর্ষ নেতা ছিলেন বলেও তারা দাবি করেছিলেন। 

এ বিষয়ে গত ১৮ অক্টোবর সেন্টকম একই কথা বলেছে, ‘আগস্টের শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হয়েছেন; যাদের মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন।’

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক আইএস-বিরোধী জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় নয়শত ও ইরাকে আড়াই হাজার সৈন্য মোতায়েন করা হয়। এসব সৈন্যদল এখনও এই দুটি দেশে অবস্থান করছে। 

উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনী প্রায়ই সিরিয়া এবং ইরাকে আইএসদের জঙ্গি ইঙ্গিত করে তাদেরকে ওপর হামলা চালিয়ে আসছে।