ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল

অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ০৯:০৬
শেয়ার :
ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল

আজকের দিনটি অতীত হয়ে যায় কাল। এক সময় এই দিনগুলোই হয়ে যায় এক একটি ইতিহাস। যে ইতিহাসের দিনপঞ্জিগুলো মানুষের কাছে অনেক সময় হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। 

আজ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।

১৯১৪ - কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।

১৯১৮ - বিশ্বে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ - অষ্ট্রিয়ায় বিপ্লব বাঁধে। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিলের আয়োজন করেন।

১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯৩৬ - কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।

১৯৫৮ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যান করেন।

১৯৬৬ - বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।

১৯৭২ - ঢাকায় মেজর (অব.) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত।

১৯৮০ - লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকাটি বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।

১৯৮৪ - নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৮৮ - চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।

১৯৯০ - ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।

১৯৯৪ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম:

১৪৪৮ - জন অষ্টম পালাইওলগস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

১৮৩৫ - এডলফ ভন বাইয়ের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৮৭৫ - সর্দার বল্লভভাই পটেল, তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।

১৭৯৫ - ইংরেজ কবি জন কিটস।

১৮২৮ - রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।

১৮৮৭ - চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক।

১৮৯৫ - বি. এইচ. লিডডেল্‌হার্ট, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্তিক।

১৯২৫ - জন পোপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৪৪ - কিংকি ফ্রিড্‌ম্যান, তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।

১৯৪৬ - স্টিফেন রেয়া, তিনি আইরিশ অভিনেতা।

১৯৬৩ - দুঙ্গা, তিনি ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন।

১৯৭৬ - গুটি, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮২ - জাস্টিন চ্যাটওয়িন, তিনি কানাডীয় অভিনেতা।

২০০০ - ওয়িলও স্মিথ, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু:

১৭৪৪ - লিওনার্দো লিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার।

১৭৯৩ - ফরাসি উগ্রপন্থী নেতা জ্যাকুইম পিয়ে।

১৯২৫ - মাক্স লিন্ডার, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯২৬ - হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি।

১৯৬০ - এইচ. এল. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।

১৯৭৫ - শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাতসঙ্গীত শিল্পী।

১৯৮৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

২০০৬ - অমৃতা প্রীতম, তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।

২০১৩ - জেরার্ড ডি ভিলিয়ার্স, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও লেখক।