ভোটার টানতে কুকথার লড়াই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোটগ্রহণ মাত্র চার দিন পর। শেষ মুহূর্তের ভোটের প্রচার বেশ তপ্ত হয়ে উঠেছে। সভ্য-ভব্য ভাষা ব্যবহারের বদলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর প্রচারশিবির থেকেই কুকথা ছড়াতে শোনা যাচ্ছে। স্বয়ং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শাণিত করছেন।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প- যার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন ও হেনস্তার অভিযোগ আছে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের- উল্টো কমলাকে ‘যৌনকর্মী’ ও ‘শয়তান’ বলে অভিহিত করেছেন। নিউইয়র্ক নগরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জনসমাবেশে কমলাকে ‘একজন ধ্বংসাত্মক মানুষ, যিনি নিজের চলার পথে সবকিছু ধ্বংস করে দিয়ে যান’ বলে বর্ণনা করেন ট্রাম্প। এর আগে কমলা ও তার প্রচারশিবির ট্রাম্পকে ‘হিটলার’ ও ‘ফ্যাসিবাদী’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প লাগামহীন ক্ষমতার পিছে ছুটছেন বলে সতর্ক করেছেন ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থী। ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে এক সমাবেশে কমলা বলেছেন, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সামনে সমূহ বিপদÑ দেশ ও বিশ^ উভয়ক্ষেত্রে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে মূল ভোটগ্রহণ ৫ নভেম্বর। ট্রাম্প নিউইয়র্কের মঞ্চে বক্তৃতা দিতে আসার আগে তার কয়েকজন মিত্র বক্তৃতা করেন। তাদের একজন বলেন, কমলা হ্যারিস, যিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চাইছেন, তিনি ‘তার পেশাজীবন শুরু করেছেন একজন যৌনকর্মী হিসেবে’। কুরুচিপূর্ণ কথা বলেন অন্য বক্তারা। ট্রাম্পের শৈশবের বন্ধু ডেভিড রেম কমলাকে ‘খ্রিষ্টধর্মের বিরোধী’ এবং ‘শয়তান’ বলে উল্লেখ করেন। ব্যবসায়ী গ্রান্ট কারডন উপস্থিত ভিড় লক্ষ করে বলেন, ‘কমলা এবং তার যৌনকর্মের দালালরা আমাদের দেশকে ধ্বংস করে দেবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ট্রাম্প ‘ফ্যাসিবাদী’, তিনি অ্যাডলফ হিটলারকে ‘পছন্দ করতেন’- এমন অভিযোগ ওঠার পর সমালোচকদের আক্রমণের মুখে স্বামীর পক্ষে এগিয়ে এসেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, তার স্বামী ‘হিটলার নন’ এবং ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করা ‘ভয়ানক’।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস