মুদি দোকান থেকে ৩২৮ লিটার টিসিবির তেল উদ্ধার, আটক ২
সিলেটের ফেঞ্চুগঞ্জে এক মুদি দোকান থেকে ৩২৮ লিটার টিসিবির সোয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সততা ট্রেডার্সের দোকানি ফরহাদ হোসেন ও তার ছেলে আব্দুল হাই ফাহিমকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা।
আজ বুধবার উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা টিসিবির তেল উদ্ধার করা হয়।
ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা জানান, ফেঞ্চুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ অভিযান পরিচালিত হয় উপজেলার সেনের বাজারে। সেখান থেকে এক দোকানির তথ্যমতে ও তার সহায়তায় বেলা আড়াইটায় উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সততা ট্রেডার্স থেকে উদ্ধার করা হয় টিসিবির ২ লিটারের ১৮ কার্টুন ২ পিস (১৬৪ বোতল) অর্থাৎ ৩২৮ লিটার সোয়াবিন তেল। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটক হওয়া ব্যক্তিদের এবং জব্দ হওয়া সোয়াবিন তেল থানা হেফাজতে রাখা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলারও প্রস্তুতি চলছে।