পুলিশের পোশাক পরে বিদেশি পর্যটকদের লুট

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৮:২২
শেয়ার :
পুলিশের পোশাক পরে বিদেশি পর্যটকদের লুট

পুলিশের পোশাক পরে বিদেশি পর্যটকদের লুট করল ছিনতাইকারীরা। গত মঙ্গলবার পাকিস্তানের করাচিতে এই ঘটনা ঘটেছে। আজ বুধবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, করাচির ডিফেন্স হাউজিং অথরিটি এলাকায় চারজন বিদেশি পর্যটকদের লুট করে ছিনতাইকারীরা। তাদের কাছ থেকে ১০৮০ মার্কিন ডলার লুট করা হয়, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ টাকারও বেশি। 

পর্যটকরা সবাই পোল্যান্ড থেকে এসেছিলেন। তারা মোবাইলের সিম কিনতে যাচ্ছিলেন। কিন্তু ছিনতাই হওয়ার পর আতঙ্কে তারা পরদিনই দেশে ফিরে যান। 

দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, তারা অভিযোগ পেয়েছেন। কিন্তু ওই বিদেশিরা আইনি মামলা করতে চাননি। তারা দেশে ফিরে গেছেন।  পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সহায়তায় তারা ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করছে। 

সিনধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং করাচির পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনাটির নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বিদেশিদের সঙ্গে এমন আচরণ আমাদের দেশের সম্মান ও ভাবমূর্তি নষ্ট করে।’