হত্যার আগে ধর্ষণ করা হয় রাবেয়াকে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করে তিন যুবক। সেই সঙ্গে চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ্যে এলো, মৃত্যুর ঠিক আগ মুহুর্তে ধর্ষণ করা হয় ওই নারীকে। আর এই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।
আজ বুধবার সকালে নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানায় পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।
এ সময় তিনি বলেন, ‘২০২৩ সালের ২৪ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনের ঘরে সীধ কেটে প্রবেশ এবং পূর্ব পরিকল্পিভাবে তাকে হত্যা করা হয়। একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসি উদ্দিনের ছেলে মো. সুমন (২০), বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) এবং আ. রহিমের ছেলে স্বপন (৫৫) ছাড়াও অন্যান্যরা এ হত্যাকাণ্ডে অংশ নেয়।’
এছাড়া তিনি চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করে বলেন, ‘হত্যার ঠিক আগমুহুর্তে রাবেয়া খাতুনকে ধর্ষণও করা হয়।’
দীর্ঘ তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় সুমন, জীবন ও স্বপনকে ২৬ অক্টোবর নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডে জড়িত পলাতক অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পিবিআইয়ের কার্যক্রম চলমান বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।