জনগণ চেয়েছিল হাসিনার পতন, আল্লাহ দিয়েছেন নির্বাসন: তাহের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২২:০৬
শেয়ার :
জনগণ চেয়েছিল হাসিনার পতন, আল্লাহ দিয়েছেন নির্বাসন: তাহের

বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এদেশের মজলুম জনগণ, আলেম-ওলামা তাহাজ্জুদ পড়ে আওয়ামী লীগের পতন চেয়েছিলেন। কিন্তু আল্লাহ ছাত্রদের দিয়ে সাত মিনিটে তার চেয়ে অনেক বেশি বেজ্জতি করে দিয়েছেন। জনগণ চেয়েছিল ফ্যাসিবাদী হাসিনার পতন, আল্লাহ করে দিয়েছেন পতনের সাথে নির্বাসন।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসা মাঠে ভাঙ্গা উপজেলা জামাতে ইসলামী আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০৬ সালের ২৮ অক্টোবরকে স্মরণ করে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আপনারা (জনগণ ) এরশাদের শাসন দেখেছেন, শেখ হাসিনার শাসন দেখেছেন, একবার জামাত ইসলামীর শাসন দেখার সুযোগ দেন। আমরা এদেশে সুশাসন কায়েম করে ছাড়ব।

তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপি আর জামাত বুঝি না, যেই নেতার দ্বারা শান্তিতে থাকবেন বলে মনে হয় সেই নেতাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করুন।

তিনি নিক্সন চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, ‘আপনাদের এই ঈদগাহ মসজিদ নির্মাণ করে দিয়েছেন জনগণের টাকা লুটপাট করে যেই নেতা, সেই নেতার বাড়ি নাকি একটি গ্রামের মত করে তৈরি করেছেন। যেখানে রয়েছে শত শত একর দখলকৃত জমি। সেই নেতা এখন কোথায়?’

ভাঙ্গা উপজেলার জামাতে ইসলামীর আমির মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা জামাতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ফরিদুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা টেকেরহাটের পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা জামাতের আমীর মাওলানা মো. বদরুদ্দীন।

এছাড়া আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর জামাত ইসলামীর সুরার সদস্য রিপন সিকদার, ঢাকা মহানগর উত্তর জামাতের সদস্য ইমদাদুল হক ইয়াদালী, ভাঙ্গা পৌর জামাতের সভাপতি ডা. এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক এম আবু সাঈদ, পৌর কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুস সালাম, জামাতের কর্ম পরিষদ সদস্য কে এম মফিজুর রহমান মাসুদ, মাওলানা আব্দুল আউয়াল, খন্দকার সাইদুজ্জামান লিটু, ভাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, পৌর ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমদ ২, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ প্রমুখ।