জরায়ুমুখ ক্যানসারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬৪ ছাত্রী

ভোলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২১:৪১
শেয়ার :
জরায়ুমুখ ক্যানসারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬৪ ছাত্রী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬৪ ছাত্রী। এদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সুস্থ হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের টিকাদান কর্মসূচি চলছিল। অনেকেই টিকা গ্রহণ করে। এরপর একজন একজন করে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পর্যায়ক্রমে তার সংখ্যা দাড়ায় ৬৪ জনে। এদের মধ্যে কেউ কেউ স্কুলে থাকতেই সুস্থ হয়ে গেছে। তবে অসুস্থ হয়ে যাওয়া ১৯ জনকে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ছাত্রীদের মধ্যে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, জ্ঞান দা মাধ্যমিক বিদ্যালয় ও কুলসুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে।

বেরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল বলেন, ‘টিকা গ্রহণের পর বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৫ জনকে বেরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি কয়েকজনকে ভোলায় পাঠানো হয়েছে।’

ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই, এটি মনস্থাতিক রোগ। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাদের কাউন্সেলিং করা হচ্ছে। মূলত একজনকে দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোলা জেলায় এক লাখ ২১ হাজার শিক্ষার্থীকে এ টিকা দেওয়ার কর্মসূচি চলছে। টিকাদান কর্মসূচির চতুর্থদিন আজ।’

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান জানান, এ ঘটনায় ভোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আবু সুফিয়ানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।