বিএনপির জন্য গোপনে ঝুঁকি নিয়েছেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর গোপনে ও প্রকাশ্যে বিএনপির জন্য অনেক ঝুঁকি নিয়েছেন বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনি।
পটুয়াখালী-৩ এলাকায় নুরুল হক নুরকে সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়ার প্রতিক্রিয়ায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন গোলাম মাওলা রনি।
সাবেক এমপি রনি লেখেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেছেন! মতামত বা মন্তব্য জানতে চেয়েছেন। বাস্তবতা হলো, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না আর এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নেই! জনাব রুহুল কবির রিজভী যা করেন তা সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করেন। আর জনাব তারেক রহমান যা করেন তা নিজের ইচ্ছায় স্বাধীন ভাবে করেন।’
রনি আরও লেখেন, ‘জনাব নুরুল হক নুরু দীর্ঘদিন থেকেই জনাব তারেক রহমানের প্রিয়জন এবং বিশ্বস্ত ব্যক্তি। জনাব নুরু গোপনে এবং প্রকাশ্যে বিএনপির জন্য অনেক ঝুঁকি নিয়েছেন। বিএনপি একটি কৃতজ্ঞ দল এবং জনাব তারেক রহমানের কৃতজ্ঞতাবোধ সর্বজনবিদিত। সুতরাং তিনি যদি তার দুঃসময়ের সহযোদ্ধা এবং একান্ত অনুগত ও বিশ্বস্ত মানুষকে কোনো কিছু দিতে চান তা অবশ্যই প্রশংসনীয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার