শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, যা বললেন ফারুকী
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ। তিন মিনিটের কথোপকথনে আওয়ামী লীগের এই নেত্রী তার দলের কোনো একজন কর্মীকে বলছিলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে।
ফাঁস হওয়া ওই ফোন রেকর্ডে তিনি আরও বলেন, ‘তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়ে দিয়েছে, তাদের বাড়িঘর নেই? সব কথা কি বলে দিতে হয়? বর্তমানে এই সরকারকে মানুষ ব্যর্থতার চোখে দেখছে। যারা এখন বেশি বাড়াবাড়ি করছে। দেখ, ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টিকে কি না। কাউকে পালাতেও দেওয়া হবে না।’
এদিকে, গেল ক’দিন ধরেই ফোনালাপটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে দেশজুড়ে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন অনেকেই। এবার মুখ খুললেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগ দলকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘জামায়াতকে যেরকম ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনও হচ্ছে। আওয়ামী লীগকেও ২০২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে ততই তাদের এবং দেশের মঙ্গল।’
আওয়ামী সরকারের বিভিন্ন অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি ভাব করবেন জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতর জিয়াউল আহসানের মত নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এত এত প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সবশেষে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী লিখেছেন, ‘আর ফোনে এসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মত লোকও পাশে নাই দেখে বুঝলাম, কীভাবে সে মনস্টার হয়ে উঠল।’