কেরালার মন্দিরে উৎসব /
মধ্যরাতে আতশবাজির গুদামে আগুন, আহত ১৫০
ভারতের কেরালায় একটি মন্দিরে উৎসব চলাকালে আতশবাজি দুর্ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে রাজ্যের কাসারগড় জেলার থেরু আঞ্জুতাম্বালাম ভিরেরকাভু মন্দিরে ‘ভেলাতম থেয়্যম’ উৎসব চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার কাসারগড়ে একটি মন্দিরে উৎসব চলাকালে আতশবাজি দুর্ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। তাদের কাসারগড়, কান্নুর ও ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মন্দির সংলগ্ন এলাকায় আতশবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন আতশবাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় আতশবাজির গুদামে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং আটজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রত্যেকে অগ্নিদগ্ধ কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পিটিআইয়ের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, অনুষ্ঠান প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয় বাজির গুদামে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এর পরই ভিড়ের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ।
আগুন লাগার কারণ সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের কর্মকর্তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস