দুই সিনেমার লড়াই নিয়ে কী বললেন মাধুরী
এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ও রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। মুক্তির আগে থেকেই এ দুই সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে ‘মঞ্জুলিকা’রূপে আসছেন মাধুরী দীক্ষিত। এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির পাশাপাশি ‘সিংহাম এগেইন’এরও মুক্তি হতে চলেছে। এ দুই সিনেমার লড়াই নিয়ে এ নায়িকার ভাবনাটা কী আসলে?
এ প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি, আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা, দর্শক যেন এই সিনেমাটি পছন্দ করেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলিউড নায়িকা যোগ করেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তারাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় এবার জোড়া ‘মঞ্জুলিকা’কে পর্দায় আনছেন পরিচালক আনিস বাজমি। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত, এ দুই নায়িকা এই ফ্র্যাঞ্চাইজিতে ‘মঞ্জুলিকা’ হতে চলেছেন।