স্ত্রীকে গলা কেটে হত্যার পর মাকেও হত্যাচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ০০:১৫
শেয়ার :
স্ত্রীকে গলা কেটে হত্যার পর মাকেও হত্যাচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলা কেটে হত্যার পর মাকেও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ছাত্রলীগ ও উপজেলা যুবলীগ নেতা জমির উদ্দিন চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, জমির উদ্দিন চৌধুরী তার স্ত্রী বিউটি আকতারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে মাকেও হত্যা করতে নিজের শয়ন কক্ষে নিয়ে গলায় ছুরি দিয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন, মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকার জনসাধারণের সহযোগিতায় জমিরের মাকে জীবিত অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় জমিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।