স্মরণে হীরালাল সেন চলচ্চিত্রের কৃতী পুরুষ

বিনোদন সময় ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়ার :
স্মরণে হীরালাল সেন চলচ্চিত্রের কৃতী পুরুষ

হীরালাল সেন ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন। এ ছাড়া তাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনবিষয়ক চলচ্চিত্রের নির্মাতা বলেও গণ্য করা হয়। সম্ভবত, ভারতের প্রথম রাজনৈতিক সিনেমাও তিনিই বানিয়েছিলেন। ১৯১৭ সালে এক অগ্নিকাণ্ডে তার তৈরি সব চলচ্চিত্র নষ্ট হয়ে যায়। হীরালাল সেনের জন্ম ১৮৬৬ সালে ২ আগস্ট মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে। তার পিতার নাম চন্দ্রমোহন সেন, মাতা বিধুমুখী। পিতামহ গোকুলকৃষ্ণ মুনশি ছিলেন ঢাকার জজ আদালতের নামকরা আইনজীবী। পরে তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। পিতা-মাতার আট সন্তানের মধ্যে হীরালাল ছিলেন দ্বিতীয়।

হীরালাল সেনের সৃষ্টিশীল কর্মজীবন ব্যাপ্ত ছিল ১৯১৩ অবধি, যার মধ্যে তিনি চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। বেশিরভাগ সিনেমাতেই তিনি ক্যামেরাবদ্ধ করেন অমরেন্দ্রনাথ দত্তের কলকাতার ক্ল্যাসিক থিয়েটারে মঞ্চস্থ বিভিন্ন থিয়েটারের দৃশ্য। ১৯০১ আর ১৯০৪-এর মধ্যে ক্ল্যাসিক থিয়েটারের পক্ষে তিনি অনেক সিনেমা নির্মাণ করেন। সেগুলো হলোÑ ভ্রমর, হরিরাজ, বুদ্ধদেব ইত্যাদি। তার সৃষ্ট সিনেমার মধ্যে একটি ছিল পূর্ণদৈর্ঘ্যরে, ১৯০৩-এ তৈরি আলিবাবা ও চল্লিশ চোর, যেটি বানানো হয়েছিল ক্ল্যাসিক থিয়েটারে অভিনীত ওই নামের থিয়েটারের ওপর ভিত্তি করে। কিন্তু এ সিনেমার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। কারণ সম্ভবত কোনোদিনই এ সিনেমা প্রদর্শন করা হয়নি।

বাণিজ্যিকভিত্তিতে তিনি কতগুলো বিজ্ঞাপনবিষয়ক আর কিছু সংবাদমূলক চলচ্চিত্রও নির্মাণ করেন। তিনি ‘জবাকুসুম হেয়ার অয়েল’ আর ‘এডওয়ার্ডস টনিক’-এর ওপর বিজ্ঞাপনী সিনেমা বানিয়েছিলেন। সম্ভবত, ভারতীয়দের মধ্যে বিজ্ঞাপনে ফিল্ম ব্যবহার করায় তিনিই প্রথম ছিলেন। হীরালাল অনেক দুর্গতি আর অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন। এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানির জামশেদজি ফ্রেমজি ম্যাডান তার থেকে অনেক বেশি সাফল্য অর্জন করে। এর পর হীরালাল ক্যান্সারে আক্রান্ত হন। তার মৃত্যুর কিছুদিন আগে এক অগ্নিকাণ্ডে তার তৈরি সমস্ত সিনেমা নষ্ট হয়ে যায়।

হীরালালের বিয়ে হয় হেমাঙ্গিনী দেবীর সঙ্গে। তাদের তিন সন্তানের কথা জানা যায়। প্রথম পুত্র বৈদ্যনাথ সেন ১৯০২ সালে জন্মগ্রহণ করেন। তৃতীয় সন্তান মেয়ে প্রতিভা সেন তথির বিয়ে হয় নরনাথ সেনের সঙ্গে। নরনাথ সেনের ভাইপো দিবানাথ সেনের স্ত্রী ছিলেন কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন।