জেন্ডার সমতাকে এগিয়ে নিতে সুইডেন-ইউএন উইমেনের চুক্তি
২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ইউএন উইমেন স্ট্র্যাটেজিক নোট বাস্তবায়নে সহায়তায় সুইডেন ও ইউএন উইমেন একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। আজ সোমবার ঢাকার গুলশানে ইউএন উইমেনের অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়।
জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা ফ্রেমওয়ার্ক ২০২২-২৬ এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনার আলোকে ইউএন উইমেনের স্ট্র্যাটেজিক নোটটি তৈরা করা হয়েছে। এটি জেন্ডার সমতা এবং নারীর মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে সহায়তা করে যাচ্ছে।
এর মধ্যে রয়েছে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন, বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজুলেশন ১৩২৫।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সুইডেনের এই অনুদান ইউএন উইমেনের জেন্ডার রেসপন্সিভ প্রোগ্রামিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। সেগুলো হলো জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস, জেন্ডার রেসপন্সিভ গভর্ন্যান্স এবং রোহিঙ্গা রেসপন্স ও হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম। এর মাধ্যমে ‘কাউকে পেছনে ফেলে নয়’ প্রতিশ্রুতির আলোকে টেকসই উন্নয়নে ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে ইউ এন উইমেন কাজ করবে সরকার, সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, একাডেমিক প্রতিষ্ঠান এবং মিডিয়ার সঙ্গে। এই অংশীদারত্ব আন্তঃসরকার পর্যায়ে জেন্ডার সমতা বিষয়ক অ্যাডভোকেসিকেও জোরদার করবে।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘সুইডেন দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে জেন্ডার সমতা অপরিহার্য। বাংলাদেশে জেন্ডার সমতা এবং নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, এর মাধ্যমে নারী এবং কন্যাসশিশুরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজের নেতৃত্বে অবদান রাখার সুযোগ পাবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাংলাদেশে সুইডেন সরকারের সঙ্গে ইউএন উইমেনের দীর্ঘ অংশীদারত্ব রয়েছে। সুইডেনের সহায়তায় ইউএন উইমেন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে এবং রোহিঙ্গা শরণার্থী শিবির ও হোস্ট কমিউনিটিতে নারী ও কন্যাশিশুদের রেজিলিয়েন্স, নেতৃত্ব, সুরক্ষা এবং জীবিকার সুযোগ বাড়াতে কাজ করেছে। তাছাড়াও সুইডেনের অর্থায়নে ইউএন উইমেন একটি আঞ্চলিক প্রকল্প ‘এমপাওয়ার’ পরিচালনা করছে, যা জেন্ডার রেসপন্সিভ জলবায়ু অ্যাকশন, সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা এবং জলবায়ু-সহনশীল জীবিকা প্রচারে কর্মরত ১০০টি নারী-নেতৃত্বাধীন সংস্থার একটি নেটওয়ার্ককে সহায়তা করে।
সুইডেনের সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানিয়ে ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, ‘আগামি বছর নারী বিষয়ক চতুর্থ বিশ্ব সম্মেলন এবং বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের ত্রিশতম বার্ষিকী, যা নারী অধিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুইডেনের এই সহযোগিতা দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং রোহিঙ্গা রেসপন্সে ইউএন উইমেনের গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করবে। তার পাশাপাশি নারী ও কন্যাশিশুদের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জেন্ডার সমতা বাস্তবায়নে সক্ষম করবে।’
এই অংশীদারিত্বের মাধ্যমে ইউএন উইমেন বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নিত্যনতুন সমস্যার সমাধানে সচেষ্ট থাকবে।