রাজধানীতে ডেলফট ব্লু কর্মশালা

অনলাইন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ২০:৩৪
শেয়ার :
রাজধানীতে ডেলফট ব্লু কর্মশালা

রাজধানীতে নেদারল্যান্ডসের দূতাবাসের উদ্যোগে ‘কাঁদামাটির মাধ্যমে সংস্কৃতির সেতুবন্ধন’ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় চারুকলা অনুষদের ওসমান জামাল স্মৃতি মিলনায়তনে এই বিশেষ অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। আর্ট বাংলা ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ একত্রে এই প্রদর্শনীর আয়োজন করে।

এই অনন্য কর্মশালাটি ডাচ ডেলফট ব্লু সিরামিকের সমৃদ্ধ ঐতিহ্যকে বাংলাদেশের সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছে, যা সাংস্কৃতিক বিনিময় ও শিল্পীসুলভ সহযোগিতা উত্সাহিত করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের ৩২ জন শিক্ষার্থী সাত দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করবে। যেখানে তারা ডাচ ডেলফট ব্লু শিল্প সম্পর্কে জানবে এবং এটি বাংলাদেশের মৃৎশিল্প ঐতিহ্যের সঙ্গে মিশ্রণ করবে, যা উভয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে নতুন সৃজনশীল কাজ তৈরি করবে। এই উদ্যোগের উদ্দেশ্য শুধুমাত্র বাংলাদেশে ডেলফট ব্লু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা নয়, বরং অংশগ্রহণকারীদের জন্য এটি একটি শিল্পকর্ম হিসেবে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান সিরামিক শিল্পে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে সিরামিককে তুলে ধরা।

ডেলফট ব্লু ঐতিহ্য, যা ১৭শ শতাব্দীতে নেদারল্যান্ডসে শুরু হয়েছিল। এটি নীল ও সাদা নকশার জন্য বিখ্যাত এবং ডাচ সংস্কৃতির একটি চিরন্তন প্রতীক হয়ে উঠেছে। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ডাচ কারিগরি ও বাংলাদেশের কারুশিল্প একত্রিত করে সিরামিক শিল্পকর্ম তৈরি করবে, যা এই দুটি পৃথক শিল্প ঐতিহ্যের সমন্বয় প্রকাশ করবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব কোর স্টাউটেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মিসেস নামিয়া আখতার এবং বিশিষ্ট শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের চেয়ারপারসন চিন্ময়ী সিকদার পপি।

মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং সহযোগী অধ্যাপক স্বপন কুমার সিকদার যৌথভাবে কর্মশালাটি তত্ত্বাবধান করছেন। আরও সহায়ক তত্ত্বাবধানে আছেন সহযোগী অধ্যাপক চিন্ময়ী সিকদার পপি, মো. রবিউল ইসলাম, দেবাশীষ পাল এবং মোহাম্মদ সাব্বির-আল রাজী। কর্মশালাটির কিউরেটর হিসেবে আছেন আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন আর রশিদ টুটুল। এই কর্মশালায় তৈরি সিরামিক শিল্পকর্মগুলি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রদর্শিত হবে।