প্রেমিকার খরচ চালাতে তরুণীদের ব্ল্যাকমেইল করতেন অনিক
প্রেমিকার খরচ চালাতে তরুণীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে ফজলে হাসান অনিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম।
সিআইডি জানায়, ফজলে হাসান অনিকের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। এসএসসি ও এইচএসসিতে পেয়েছিলেন এ প্লাস তিনি। মেধাবী ছাত্র অনিক এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শুরু করেন। অপর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রেমে পড়েন অনিক। প্রেমিকার খরচ চালাতে হ্যাকিং বেছে নেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফেসবুকে বিভিন্ন তরুণীকে লিংক পাঠিয়ে আইডি হ্যাক করে তাদের ব্যক্তিগত ছবি-ভিডিও হাতিয়ে নিতেন অনিক। এরপর সেগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেইল শুরু করেন তিনি। দুই বছরে প্রায় ৫০টি ফেসবুক আইডি হ্যাক করে ১৫ ভুক্তভোগীকে হয়রানি করে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। ভুক্তভোগীদের অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
ভুক্তভোগী থেকে বিকাশ-নগদে টাকা না নিয়ে শপিং করে নিয়ে তা তার প্রেমিকাকে দিতেন। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নিতেন অনিক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সংবাদ সম্মেলনে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল ছবি-ভিডিও না দেওয়ার ও অনাকাঙ্ক্ষিত লিংকে ক্লিক করতে অনুরোধ জানায় সিআইডি। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের মামলা করারও অনুরোধ করা হয়।