টালিউড ছেড়ে মুম্বাইতে ব্যস্ত হলেন দেব

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১২:০৭
শেয়ার :
টালিউড ছেড়ে মুম্বাইতে ব্যস্ত হলেন দেব

চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেবের সিনেমা টেক্কা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ‘টেক্কা’ হরদম চলছে।

এদিকে টালিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন অভিনেতা দেব। এবার কি তবে হিন্দি ছবিতে পা রাখলেন বাংলার সুপারস্টার? শুটিংয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেলেন তিনি।

মেকআপভ্যান থেকে একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে দেব লিখেছেন, ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেবের সঙ্গে রয়েছেন তার টিমের সদস্যরা। 

মূলত একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বাইয়ে হাজির হয়েছেন দেব। 

যদিও ইতোমধ্যে টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলিউডে প্রথম কাজ করে ফেলেছেন। তাহলে কি এবার দেবের পালা? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।