যশকে ছেড়ে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নুসরাত?

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১১:৪১
শেয়ার :
যশকে ছেড়ে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নুসরাত?

টলিউডের বাতাসে নুসরাত জাহান ও যশের প্রেম নিয়ে চলেছিল নানা গুঞ্জন। কিন্তু অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, নুসরাতের নামের সঙ্গেই বাঁধা পড়ে গেছে যশের নাম। যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্তও নিয়েছিলেন চুপিসারে। তবে এবার ঘটল অন্য ঘটনা। যশের হাত ছাড়লেন নুসরাত, এগোলেন আরও এক ধাপ। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, টলিউড নায়িকা নুসরাত জাহান নাকি যশকে ছেড়ে অন্য নায়কের প্র্রেম পড়েছেন। তিনি হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সাহিল ফুল। সাহিল ফুলের প্রেমে হাবুডুবু খাবেন নুসরাত। তবে এই সবটাই ঘটবে অনস্ক্রিন। মানে সাহিলের সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধবেন নুসারত জাহান। তার আসল প্রেম যশই। সাহিল ও নুসরাতের এই জুটি তৈরি করছেন পরিচালক রাজর্ষি দে।  

টলিউডে মাল্টিস্টারা ছবির জন্য বিখ্যাত পরিচালক রাজর্ষি দে। ছবির নাম 'ও মন ভ্রমণ'। তার ছবি মানেই সেখানে তারকার ছড়াছড়ি। এবার ফের প্রথম সারির তিন নায়িকাকে নিয়ে গল্প লিখেছেন তিনি। এই তিন তারকা হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী ও নুসরাত জাহান। 

তবে তিন নয়, এই গল্প চার বন্ধুর। আরেক বন্ধুর চরিত্রে দেখা যাবে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। যাকে আগে রাজর্ষিরই ছবি 'সাদা রঙের পৃথিবী' ও দেবের প্রধানেও দেখা গেছে। সেই ছবিতেই নুসরাতের প্রেমিক হতে চলেছেন সাহিল ফুল।