যে কারণে দুই সিকুয়েল থেকেই অক্ষয় বাদ পড়েছেন
‘ভুল ভুলাইয়া’ সিনেমায় অক্ষয় কুমারের অভিনয় বেশ প্রসংশিত হয়েছিল। এটা কমবেশি সবারই জানা।
২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটির বাজেট ছিল ৩২ কোটি রুপি। আর এটি বক্স অফিসে ব্যবসা করেছিল ৮২.৮৪ কোটি রুপি।
তবে, এরপর ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ আর ২০২৪ সালে আসছে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় অক্ষয় কুমারকে আর দেখা যায়নি। এখানে অক্ষয়ের জায়গায় যুক্ত হন কার্তিক আরিয়ান।
দুটি সিকুয়ালেই অক্ষয় কুমার না থাকা নিয়ে অনেকে তখন সোজাসুজি বলে দিয়েছিলেন, ‘অক্ষয়কে বাদ দেওয়া উচিত হয়নি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে, এতদিন পর এসে অক্ষয় কুমারকে নিয়ে মুখ খুলেছেন পরিচালক আনিস বাজমি। ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনিস বলেন, ‘অক্ষয় দুর্দান্ত অভিনেতা, এটা বলতে দ্বিধা নেই। তবে কোন কারণে তিনি সিকুয়েলে থাকতে পারেননি। আমি বা প্রযোজক তাকে জোর করতেও চাইনি। ‘ভুল ভুলাইয়া ২’-তে তিনি থাকলে অসাধারণ কাজ করতেন।’
‘ভুল ভুলাইয়া ২’ প্রসঙ্গে পরিচালক আনিস জানান, ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তির সময় অনেক রকমের বাধা এসেছে। টিজার সকলেরই পছন্দ হয়। কিন্তু একটা ধারণা তৈরি হয়, টিজার ভাল হলেও ছবি হিট হবে না।
তিনি জানান, ট্রেলার মুক্তি পাওয়ার পরেও অনেকে আমাকে বলেছিলেন, ‘অসাধারণ হয়েছে। কিন্তু ছবিটা ভাল চলবে না। কিন্তু ৭০ কোটি রুপির ছবিটি ২৬৬ কোটি রুপি ব্যবসা করেছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এবার আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। এতে আরিয়ান ছাড়া রয়েছেন বিদ্যা বালান। আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন তিনি। একই সঙ্গে এবারের ছবির বাড়তি পাওনা বলিউডের ‘ডান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত।
তবে গল্পের শিকড় এবার কলকাতায়। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ছাড়াও অনিস বাজমি পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া এবং কাঞ্চন মল্লিক। আগামী ১ নভেম্বর হলে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’।