নাশকতার মামলায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় মো. শাহ-আলম নামের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার টগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. শাহ-আলম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসাইন বলেন, ‘গত ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানের মিছিলে ককটেল হামলার অভিযোগে থানায় মামলা হয়। মামলায় মো. শাহ-আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ মো. শাহ-আলমের বিরুদ্ধে মাদ্রাসার দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক রিয়াজুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।