নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৪:২৫
শেয়ার :
নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে শেরপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা করার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির ফলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এই ১৪৪ ধারা জারি করা হয়।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভা পরিষদের সভাকক্ষ মেঘমালায় অনুষ্ঠিত হয়। ওই সভায় শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা এবং ঢাকায় নালিতাবাড়ীর গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি চার ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিষয়টি পরবর্তীতে বিএনপি নেতারা জানতে পেরে ক্ষুব্ধ হন।

এদিকে সম্প্রতি ওইসব মামলার এজাহারভুক্ত অনেকে প্রকাশ্যে এলে বিএনপি নেতারা আরও ক্ষুব্ধ হন। এমতাবস্থায় শেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীনের নেতৃত্বে আজ শহরে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করে বিএনপি। 

এ কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আজ দিনব্যাপী শহরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বর্তমানে শহরে সেনা টহল রয়েছে। ১৪৪ ধারা জারির পর বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছে বিএনপি নেতারা।

শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন বলেন, সমন্বয় সভায় কিভাবে হত্যা মামলার আসামিরা উপস্থিত থাকেন, কেন এখন পর্যন্ত ওইসব চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়নি? এসব দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। ১৪৪ ধারা জারি করায় তা বাতিল করা হয়েছে।

এ সময় তিনি পুলিশের প্রতি অভিযোগ তুলে বলেন, সম্প্রতি হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সমন্বয় সভায় যারা উপস্থিত ছিলেন তারা এ কমিটির সদস্য। তারা আদৌ মামলার আসামি কি না বিষয়টি আমার জানা ছিল না। তা ছাড়া তাদের গ্রেপ্তারের এখতিয়ার পুলিশের। তারা যদি মামলার আসামি হয়ে থাকেন তবে মামলার কপি পেলে ব্যবস্থা নেওয়া হবে।