রাজধানীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বিরোধী প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৪
শেয়ার :
রাজধানীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বিরোধী প্রচারাভিযান

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই প্লাস্টিক ব্যবহারের লক্ষ্যে প্রচার অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি রাজধানীর খিলক্ষেত বাজারে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) এবং নরওয়ে দূতাবাসের সহায়তায় এ অভিযান চালানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। আরও বক্তব্য দেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রোজিন আরা বেগম, ইউনিডোর প্রতিনিধি এস এম আরাফাত এবং খিলক্ষেত বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

ড. আবদুল হামিদ বলেন, ‌‘পলিথিনের মতো একবার ব্যবহারযোগ্য বস্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অব্যবহৃত থেকে পরিবেশ, জীববৈচিত্র্য ও গবাদি পশুর ক্ষতি করে। আমাদের সন্তান ও দেশের ভবিষ্যতের জন্য সবাইকে এই উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

পরিচ্ছন্নতা অভিযানে পলিথিন ব্যাগের বিকল্প সামগ্রী বিতরণ করা হয় এবং বাজার থেকে বিদ্যমান পলিথিন প্যাকেজ সংগ্রহের জন্য বিন ও স্থায়ী নোটিশ বোর্ড স্থাপন করা হয়। বিডি ক্লিন-এর পাশাপাশি গারবেজম্যানও প্লাস্টিক অপসারণে সহায়তা করে।