বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও বেশ জনপ্রিয় তিনি। শুধু ওপার বাংলাতেই নয়, প্রবাসী বাংলাদেশিদের কাছেও তার গ্রহণযোগ্যতা বেশ। অভিনয় দক্ষতায় বেড়েছে তার ভক্তকূল। আর সেই ভক্তরাই এবার একটা কাণ্ড করে ফেললেন!
ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় স্থান করে নিয়েছে মেহজাবীনের ফ্যানবেজ। ফ্যান পেজের প্রভাব বিবেচনায় বিশ্বে সেরা ২৫-এ আছে এটি। অবস্থান ২৪তম। খবরটা ফেসবুক থেকেই পান মেহজাবীন। যা এই অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন তার ফেসবুকে।
এ লিস্ট ঘেঁটে দেখা যায়, টাইলর পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে আছে মেহজাবীনের নাম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মেহজাবীন বলেন, ‘এ রকম কিছু যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে নোটিফিকেশন পাই এবং দেখি ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ রয়েছে, যেটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য অনুভূত হয়েছে। এত বড় বড় তারকার নাম সেখানে! ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই বিশাল ব্যাপার। এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন। তবে আমার জন্য এটা সত্যি অনেক বড় পাওয়া।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে মেহজাবীনের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’র সাফল্য উপভোগ করছেন এই অভিনেত্রী। সিনেমাটি ইতিমধ্যে বুসান ও টরন্টোতে প্রদর্শন হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। এরপর সিনেমাটি অল্টারনেটিভা ফিল্মস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।