সাত-আটবার আমিরকে চুম্বন করতে হয় অভিনেত্রীকে

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১১:০১
শেয়ার :
সাত-আটবার আমিরকে চুম্বন করতে হয় অভিনেত্রীকে

নব্বইয়ের দশকে বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেতা আমির খান। রানি মুখার্জি থেকে সোনালি বেন্দ্রে, বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অনেকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা গেছে তাকে। কিন্তু একটি সিনেমাতে অভিনেত্রীর সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও ভুলতে পারেনি ভক্ত-অনুরাগীরা।

সিনেমাটির নাম ‘হম হ্যায় রাহি পেয়ার কে’। এতে জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির। জুহি ছাড়া আরও এক অভিনেত্রী ছিলেন সে সিনেমায়। নাম তার সিস নবনীত নিশান। এ অভিনেত্রীর সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল আমিরের।

নবনীত এক সাক্ষাৎকারে তার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, আমিরের সঙ্গে চুম্বন দৃশ্যের আগে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। সেই সময় তাকে কেউ চিনত না। তাই আমির ও জুহির সামনে বেশ ভয়ে ভয়ে থাকতেন নবনীত। বিশেষ করে চুম্বন দৃশ্যে নার্ভাস ছিলেন তিনি। দৃশ্যটি বর্ণনা করেছিলেন অভিনেত্রী।

নবনীত বলেছিলেন, ‘দৃশ্যটি ছিল, আমাদের বাগ্‌দানের পরে আমিরের বাড়িতে গিয়েছি। তার পরে ওর গালে চুম্বন করি। আমার চুম্বনের পরে ওর গালে লিপস্টিকের দাগ থেকে যায়।’

এই দৃশ্যটি সঠিক ভাবে শুটিং হওয়া পর্যন্ত নবনীতকে বার বার চুম্বন করতে বলেছিলেন আমির। তবে পুরোটাই সিনেমার গুণমানের স্বার্থে।

সেদিন শুটিংয়ের সময় সাত-আটবার আমিরকে চুম্বন করতে হয়েছিল নবনীতের। অভিনেত্রী বলেন, ‘বাড়িতে ফিরে আমি বন্ধুদের বলেছিলাম, সারা দিন ধরে আজ আমির খানকে চুম্বন করেছি। এতো লটারি পাওয়ার মতো সুযোগ!’

উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ সিনেমাতে। বর্তমানে তিনি ব্যস্ত ‘সিতারে জমিন পর’ সিনেমার কাজ নিয়ে।