মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত
মেক্সিকোতে মহাসড়কে বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার মধ্যরাতে বাসটি পশ্চিম মেক্সিকো রাজ্যের নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তর মেক্সিকোতে সিউদাদ জুয়ারেজের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এনবিসি নিউজ জানিয়েছে, আহতদের জাকাতেকাসের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাকাতেকাসে ন্যাশনাল গার্ডের সমন্বয়কারী জুয়ান মানরিকেজ মোরেনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ট্রাক ট্রেলারটি একটি হাইওয়েতে বিচ্ছিন্ন হয়ে গেছে। যাত্রীবাহী বাসটি ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডান পাশে উল্টে যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জেকাতেকাস গভর্নর ডেভিড মনরিয়ার বলেন, ‘প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।’
পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানানো হয়।
অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ট্রাক্টর ট্রেইলারের ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। বাস দুর্ঘটনায় নিহতদের লাশ খাত থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন।
অ্যাটর্নি অফিস আরও জানায়, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। এতে থাকা নিহত অভিবাসীদের হিসাবের বাইরে রাখা হয়েছে।