সন্দেহ চীনের দিকে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়ার :
সন্দেহ চীনের দিকে

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার রানিংমেট জেডি ভ্যান্সের ফোনে সাইবার হামলা বা প্রচার শিবিরে আড়িপাতার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় কর্মকর্তারা সন্দেহের তালিকায় রেখেছেন চীনের সাইবার অপরাধীদের। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, ট্রাম্প-ভ্যান্সের নির্বাচনী প্রচার শিবিরকে এ নিয়ে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, ট্রাম্প ও ভ্যান্স যেসব ফোন ব্যবহার করেন সেগুলো বিস্তৃত সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস, তার রানিংমেট টিম ওয়ালজ ও তাদের নির্বাচনী প্রচার শিবিরও সাইবার হামলার শিকার হয়েছে। এ বিষয়ে অবগত আছেন এমন এক ব্যক্তি বিবিসিকে এ তথ্য জানান। তবে কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।