কমলার মঞ্চে বিয়ন্সে

ভোটারদের মন জোগাতে নানা চমক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়ার :
কমলার মঞ্চে বিয়ন্সে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র ক’দিন বাকি। প্রচারপর্বও একেবারে শেষদিকে চলে এসেছে। কিন্তু তার পরও প্রার্থীরা ভোটারদের মন জোগাতে নানা চমক দেওয়ার চেষ্টা করছেন। গত শুক্রবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুজনই টেক্সাসে প্রচারপর্বে যোগ দেন। সেখানে কমলার সঙ্গে প্রচারে যোগ দেন জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সে। গর্ভপাত প্রায় পুরোপুরি নিষিদ্ধ করে প্রথম আইন প্রণয়ন করা অঙ্গরাজ্য টেক্সাস আগে থেকেই রিপাবলিকানদের দখলে। ১৯৭৬ সাল থেকে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি টেক্সাস। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এবারও যে অঙ্গরাজ্যটির ৪০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, তা অনেকটা নিশ্চিত। তবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টেক্সাসের ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।