কক্সবাজারকে বিশ্বময় তুলে ধরতে ৪ ব্রিটিশ নাগরিকের ওয়াক ফর হোপ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়ার :
কক্সবাজারকে বিশ্বময় তুলে ধরতে ৪ ব্রিটিশ নাগরিকের ওয়াক ফর হোপ

কক্সবাজারকে বিশ্বময় তুলে ধরতে এবার ৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক টেকনাফের জিরো পয়েন্ট থেকে হেঁটে যাবেন লাবনী পয়েন্টে। তারা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে পরিচিতি, রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা করতে এমন উদ্যোগ নেবেন ওই চার নাগরিক। এই যাত্রার নাম দেওয়া হয়েছে ওয়াক ফর হোপ। এর আয়োজন করছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন বাংলাদেশ।

এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজক এবং বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নাগরিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

চার ব্রিটিশ নাগরিক হলেন- হোসাইন আহমেদ, আবদাল উদ্দিন আহমেদ, ফয়সল উদ্দিন ও এনামুল হক। আগামী ২৮ অক্টোবর কক্সবাজারের টেকনাফের জিরো পয়েন্ট থেকে সৈকতের ওপর দিয়ে হেঁটে ৩১ অক্টোবর কলাতলী লাবনী পয়েন্টে এসে ওয়াক ফর হোপ শেষ করবে।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবদাল উদ্দিন আহমেদ বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে আমাদের জন্মভূমির প্রিয় স্থানটাকে তুলে ধরতে চাই। এখান থেকে যে অর্থ হয়তো পাব, সেগুলো দিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের উন্নয়নে কাজ করতে চাই আমরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার সালমা আক্তার এবং এইচআরএফের সহযোগী এনজিও সংস্থার কর্মকর্তারা।