পেঁয়াজের আড়তে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ২২:৪১
শেয়ার :
পেঁয়াজের আড়তে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার টাস্কফোর্স। আজ শনিবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর শ্যামবাজার এলাকার পেয়াজের আড়তে অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। অন্যদিকে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালান। এতে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পেয়াজ আড়তদারদের কারসাজির বিষয়টি দেখা যায়। সম্পূর্ণভাবে পেপারল্যাস বিজনেস চলমান। ক্রয় ও বিক্রয় রশিদের ব্যবহার নেই। নিজেদের ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করছেন আড়তদার ও ব্যবসায়ীরা।

আমদানিকারকরা আড়তদারদের মোবাইল কলের মাধ্যমে দাম নির্ধারণ করে দেয়।দিনে ২/৩ বার দাম পরিবর্তন করে পেয়াজের মূল্য বৃদ্ধি করে থাকেন। আবার আড়তদাররা এ দামের বেশিও বিক্রয় করেন। যার ফলে অতিরিক্ত মুনাফা অনিয়ন্ত্রিতভাবে বাড়ায়।

টাস্কফোর্সের অভিযানে সকল ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় রশিদ সংগ্রহ ও সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা টানানোর জন্যে কঠোর নির্দেশনা দেয়া হয় ব্যত্যয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সুনির্দিষ্টভাবে বলা হয়। অর্থাৎ কেউ পেপারল্যাস বিজনেস করতে পারবেনা। আমদানিকারকরা আড়তদারদের কেজিতে ১ টাকা কমিশন প্রদান করে বলে জানান ব্যবসায়ীরা।

বিভিন্ন অনিয়মের কারণে শ্যামবাজার অভিযানে মেসার্স রাজ ট্রেডিংকে ৩০ হাজার টাকা ও মিতালী আড়তের ব্যবসায়ী আব্দুর রহিমকে ২০ হাজার টাকা, মেসার্স আলী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোহাম্মদপুর কৃষি মার্কেটের শরীফ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্যামবাজার অভিযানে ছিলেন আব্দুস সালাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়, প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত), তথ্য কর্মকর্তা, ক্যাব, বৈষম্যবিরোধী ছাত্রছাত্রী।