ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
২৬ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
শেয়ার :
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সাবেক প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। 

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের স্বপ্ন বাজার শপের সামনে থেকে উত্তরা থানা পুলিশ তাকে আটক করে। এরপর তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। 

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ হোসেন ডন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের শ্যালক।

ওসি শহিদুল ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে উত্তরা এলাকা থেকে আসিফ হোসেন ডনকে আটক করে পুলিশ। আজ শনিবার বিকেলে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ডনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’