লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ১৪:২৯
শেয়ার :
লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মামলার আসামি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহম্মেদ (২৩) নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

গ্রেপ্তার শাকিল আহম্মেদ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি আমিরুল ইমলাম বলেন, ‘রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় এজাহার নামীয় আসামি শাকিল আহম্মেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’