আমরা কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি নই: আসিফ মাহমুদ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিগত সরকারগুলো কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি ছিল। কিন্তু আমরা কর্পোরেটদের হাতে কোনভাবেই বন্দী নই।’
আজ শনিবার ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আমরা যেকোন ধরণের ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন, যেকোন ধরণের কঠোর ব্যবস্থা আমরা নিতে পারি এবং নিচ্ছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘মাঠ প্রশাসনকে সক্রিয় করা এ সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। চট্টগ্রামে আমার বক্তব্য শুনেছেন। মাঝে মাঝে রাগ হয়। কারণ আমরা যখন একটা কাজ করতে যাই তখন সেটা বাস্তবায়নে গিয়ে আটকে যায়। আমরা মাঠ প্রশাসনকে সক্রিয় করার চেষ্টা করছি। সেখানে রদবদল হচ্ছে।’
অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে সরকার বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রতিষ্ঠানকে সচল রাখতে সরকার সচেষ্ট আছে। ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবেন, কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
তরুণদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে। একই সঙ্গে জনকল্যাণেও কাজে আসবে।’
তিনি বলেন, ‘তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা কৃষি সেক্টরে এগিয়ে আসবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা আসলে সরকার তা মোকাবিলা করবে।’