এবার ইন্দ্রদীপের পরিচালনায় জীতু-শুভশ্রী
আবার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন টালিউড পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী। নভেম্বরের ফার্স্ট উইকে এ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ইন্দ্রদীপ মূলত সুরকার হলেও গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টালিউডে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি।
তার পরিচালনায় প্রথম সিনেমা ছিল ‘কেদারা’। একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় এ সিনেমাটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পরবর্তীকালে ‘বিসমিল্লাহ’ বা ‘আগন্তুক’, এ দুটি সিনেমাও দর্শকদের পছন্দের তালিকায় স্থান পায়।
এবার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক ইন্দ্রদীপ। জানা গেছে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আনন্দবাজার সূত্রে জানা যায়, নতুন এ সিনেমাতেও নাকি ইন্দ্রদীপ চমক হাজির করতে চলেছেন। নতুন এ সিনেমার নাম এখনো চূড়ান্ত না হলেও পরিচালক আপাতত নিজেই সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন।
পরিচালক ইন্দ্রদীপের সিনেমায় জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশিক, রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’