আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১০:০৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

বিদ্যুৎ ও জ্বালানি খাতের রূপরেখা:

সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের রূপরেখা, বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

জুলাই গণপরিসরের আলোচনা সভা:

বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিয়নায়তনে ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ফারুক ওয়াসিফ, শফিকুল আলম, নূরুল কবির, গোলাম মোর্তোজা প্রমুখ।

ইনকিলাব মঞ্চের লাল কার্ড সমাবেশ:

বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের প্রধান অন্তরায় ৭২ এর বাকশালী সংবিধান বাতিলের দাবিতে লাল কার্ড সমাবেশ করবে ইনকিলাব মঞ্চ।

জাতীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি সংলাপ:

সকাল ১০টায় গুলশান-২ হোটেল লেকশোর এ ‘জাতীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

বিএনপির কর্মসূচি:

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘ডেমোক্রেটিক লীগ ও অলি আহাদ স্মৃতি সংসদ আলোচনা সভা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।:

বেলা ১১টা জাতীয় প্রেসক্লাব সামনে ‘ভাসানী অনুসারী প্রতিবাদ সভা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বেলা ৩টায় গুলশান চেয়ারপার্সন অফিসে ‘লিয়াঁজো কমিটি বৈঠক’ এ নেতৃত্ব দিবেন লিয়াঁজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী:

সকাল সাড়ে ১০টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে মহাসচিব ড. রেদোয়ান আহমদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী:

গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় দলীয় কার্যালয়, আল রাজী কমপ্লেক্সে এর সামনে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সহ নেতারা।