সুশান্তের মৃত্যু, রেহাই পেলেন রিয়া
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তার প্রেমিক ছিলেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের জুনে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জড়ানো য়েছিল তাকে। এই হত্যা মামলায় কারাগারেও যেতে হয় এ অভিনেত্রীকে। অবশেষে চার বছর পর মামলা থেকে রেহাই পেলেন রিয়া।
এনডিটিভির খবরে প্রকাশ হয়, চার বছরের পুরোনো মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই রিয়াসহ তার ভাই শৌভিক চক্রবর্তী ও বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তীর (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তবে, মুম্বাই হাইকোর্টের মাধ্যমে রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সিবিআইয়ের জারি করা লুক-আউট-সার্কুলার (এলওসি) বাতিল করা হয়েছিল।
মূলত সেই রায়কে চ্যালেঞ্জ করেই মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে নিজের পক্ষে রায় পাওয়ায় রিয়া চক্রবর্তী ও তার বাবা-ভাই ভারতের সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেলেন। বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তার পরিবারের দুই সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল এ অভিনেতার পরিবার। পাটনায় প্রথমে এই অভিযোগ করার পর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই ‘এর ওপর ন্যস্ত হয়। এই সিবিআই ‘এর পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ করা উঠেছিল। সেই অভিযোগ থেকেই রেহাই পেলেন এবার এ অভিনেত্রী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মৃতদেহ। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। বান্দ্রার সেই ফ্ল্যাটে একসঙ্গে থেকেছেন সুশান্ত ও রিয়া। মৃত্যুর কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল বলেও খবর রটেছিল।