শাকিবের ‘বরবাদে’ সঙ্গী হলেন যীশু

বিনোদন সময় প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়ার :
শাকিবের ‘বরবাদে’ সঙ্গী হলেন যীশু

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং ভারতের মুম্বাইয়ে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার কাস্টিংয়ে একাধিক চমক থাকার কথা শোনা যাচ্ছিল। সেই চমকের অংশ হিসেবে এবার জানা গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও এই সিনেমায় আছেন। বাংলাদেশের দর্শকদের কাছেও সুপরিচিত তিনি।

এর আগে, শাকিব খান অভিনীত আলোচিত ‘তুফান’ সিনেমায় যীশু সেনগুপ্তের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে শিডিউল জটিলতায় সেটি সম্ভব হয়নি। ‘বরবাদ’ সিনেমায় থাকছেন এই অভিনেতা। পর্দায় একসঙ্গে দেখা যাবে শাকিব-যীশুর রসায়ন। ‘বরবাদ’ সিনেমাসংশ্লিষ্ট কয়েকজন যীশুর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এ সিনেমার বেশির ভাগ শুটিং হচ্ছে মুম্বাইয়ে। এতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন ইধিকা পাল। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।