রান্নাঘরে পড়ে ছিল মা-মেয়ের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
২৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৪
শেয়ার :
রান্নাঘরে পড়ে ছিল মা-মেয়ের গলাকাটা মরদেহ

কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে রান্নাঘরের মেঝে থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কে বা করা তাদের হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ ও স্বজনরা।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

নিহতদের স্বজনের বরাতে ওসি বলেন, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা স্থানীয় মসজিদে জুমার নামাজে যান। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি কারও কোনো সাড়াশব্দ না পেয়ে রান্না ঘরে খোঁজ নিতে যান।  এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের শরীর নড়চড়া করে দেখেন তারা মারা গেছেন।

ওসি বলেন, পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা নিশ্চিত নয়।

তিনি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।