নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আজ শুক্রবার রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জাহাঙ্গীর আলম (৩৪) ও ফরহাদ হোসেন (২৬)। আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় সংগঠনটির ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?