দানার প্রভাবে পশ্চিমবঙ্গের দুই জেলায় প্রবল ঝড়বৃষ্টি
ওড়িশায় আঘাত এনে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দানা। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দুই জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও মেদিনিপুরের জনজীবন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা থেকে ধামারায় দানার স্থলভাগের আছড়ে পড়া বা ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়। যত সময় যায়, ততই ধামারায় দানার শক্তি বাড়তে থাকে। শুক্রবার সকালে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় হচ্ছে। সঙ্গে প্রবল বৃষ্টি।
ঘূর্ণিঝড়ের ওড়িশার ভদ্রকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নিচু এলাকা ভেসে গেছে। প্রবল ঝড়ের সঙ্গে হচ্ছে বৃষ্টি। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছে। প্রচুর গাছ পড়ে গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জানা গেছে, স্থলভাগে আছড়ে পড়ার পর দানা পশ্চিমদিকে চলে যায়। পশ্চিমবঙ্গে ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার সকাল থেকেই দিঘায় বৃষ্টি শুরু হয়। সারাদিন ও সারারাত ধরে বৃষ্টি হয়। সঙ্গে ছিল জোরে হাওয়া। যত রাত বেড়েছে ততই ঝড়-বৃষ্টির দাপট বেড়েছে। ভোরে ঝড়ের দাপট বেড়েছে এবং সমুদ্র উত্তাল হয়েছে।
আজ শুক্রবার সকালে কলকাতায় বৃষ্টি হচ্ছে। আগের রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। মাঝমধ্যে দমকা হাওয়া আছে। তবে তাকে ঝড় বলা যায় না।বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে বিমান চলাচল বন্ধ আছে। গঙ্গার ফেরিঘাটও বন্ধ। শিয়লদহ দক্ষিণেও ট্রেন চলাচল সকালেও শুরু হয়নি। ফলে প্রচুর যাত্রী যারা দূরপাল্লার ট্রেনে শিয়ালদহে এসে পৌঁছেছেন, তারা আটকে পড়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস