অপর্ণা সেনের জন্মদিনে অঞ্জন দত্তের স্মৃতিকথা

বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১০:২৭
শেয়ার :
অপর্ণা সেনের জন্মদিনে অঞ্জন দত্তের স্মৃতিকথা

সাত, আট, নয়ের দশকে পুরুষদের বুকের সবচেয়ে কাছে থাকা নারীমুখ তিনি। যার পরিচালনায় দর্শক পেয়েছেন একের পর এক দারুণ সব সিনেমা। সত্যিই তিনি অনন্যা। যিনি আর কেউ নন, বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার অপর্ণা সেন। আজ তার জন্মদিন।

এ দিনে তার সঙ্গে মধুর কিছু স্মৃতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের কাছে তুলে ধরেছেন বাংলা বিনোদন জগতের অন্যতম প্রবাদপ্রতিম শিল্পী অঞ্জন দত্ত। যিনি অভিনয়, পরিচালনা, গান কিংবা গল্প লেখা- সবক্ষেত্রেই নিজের ছাপ ফেলেছেন।

অপর্ণা সেনের পরিচালনার ‘যুগান্ত’ সিনেমাতে প্রথমবার কাজ করেছিলেন অঞ্জন দত্ত। এরপর তাদের দু’জনকে দেখা যায় সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ‘এক যে ছিল রাজা’ সিনেমায়। পরে এ জুটি ‘এই রাত তোমার আমার’ সিনেমা দিয়ে আবারও পর্দায় আসেন। যে সিনেমাটি পরিচালনা করেন পরমব্রত চট্টোপাধ্যায়।

অপর্ণা সেনের জন্মদিনে অঞ্জন দত্ত লিখেছেন, ‘সে আমার থেকে বয়সে বড়। তাই আমি তাকে রিনাদি বলেই ডাকি। তার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়। অনেক সুখস্মৃতি রয়েছে। আমরা একে অপরের খুব ভালো বন্ধু। তাই রিনাদির জন্মদিনে অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে।’

তিনি আরও লেখেন, ‘রিনাদি প্রথম থেকেই আমার অভিনয় পছন্দ করতেন। তাই উর্দু না জানা সত্ত্বেও আমাকে জোর করে তার ‘সারি রাত’ সিনেমাতে কাস্ট করেছিলেন। আবার তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে বলেই, ছোট চরিত্র হওয়া সত্ত্বেও ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ সিনেমাতে অভিনয় করেছিলাম।’

অঞ্জন দত্ত বলেন, ‘কাজের বাইরে আমাদের দু’জনের একটা পার্থক্য— রিনাদি একজন সমাজকর্মী, আমি নই। কিন্তু তার এই সত্তাকে আমি শ্রদ্ধা করি। তার অনুরোধে যে কোনো উদ্যোগে আমি এক কথায় হাজির থেকেছি।’

তিনি আরও লেখেন, ‘আমার সঙ্গীত জীবনেও কিন্তু রিনাদির অবদান অনস্বীকার্য। আমি যখন গান করতে আসি, একটা ছোট্ট কনসার্টের আয়োজন করি। সেখানে বিশিষ্ট কয়েক জনের মধ্যে রিনাদিও ছিলেন। গান শেষের পর একমাত্র রিনাদিই আমাকে বলেছিলেন, ‘তুই গান কর। তোর গান খুব ভাল’।’

‘শুক্রবার তোমার জন্মদিন। আমি মুম্বাইয়ে ব্যস্ত। তুমি কলকাতায়। কিন্তু এক ফাঁকে কথা বলার চেষ্টা করব। আমি চাই তোমার রসবোধটা নিয়েই তুমি আরও কাজ করে যাও। জীবনকে উপভোগ করো। শুধু কাজ করে যাও। থেমে যেও না।’ বলেন অঞ্জন দত্ত।