ফেসবুক লাইভে এসে যা বললেন জাহাঙ্গীর কবির নানক

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ২৩:৩৩
শেয়ার :
ফেসবুক লাইভে এসে যা বললেন জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ফেইসবুক লাইভে আসেন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার 'ফ্যাসিস্ট সরকারের নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সংবিধান অনুযায়ী, সশরীরে রাষ্ট্রপতির সাথে দেখা করে লিখিত পদত্যাগপত্র দেননি। তার মানে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর, মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ।

তার মতে, সরকার অবৈধ তাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার তাদের নেই। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতোভাবে জড়িত।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য দাবি করেন, আওয়ামী লীগ কখনো কাউকে মারেনি, নিপীড়ন করেনি। ষড়যন্ত্র করে শেখ হাসিনার ওপর হত্যার দায় চাপিয়ে জনগণকে ভুল বোঝানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, 'বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে।'

প্রায় এগারো মিনিটের ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 'কিশোর গ্যাং' থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন নানক। তিনি বলেন, 'হিজবুত তাহরীর, জামায়াত শিবিরসহ জঙ্গীরা আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল।'