ফিটনেসবিহীন মোটরযান নিষিদ্ধ নিয়ে সারজিসের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ২৩:০২
শেয়ার :
ফিটনেসবিহীন মোটরযান নিষিদ্ধ নিয়ে সারজিসের স্ট্যাটাস

ঢাকায় পুরাতন মোটরযান নিষিদ্ধ করতে ছয় মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ রাত ৯টার দিকে সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। তিনি লেখেন, ছয় মাস পরে ঢাকায় ফিটনেসবিহীন পুরাতন মোটরযান নিষিদ্ধ।

সারজিসের পোস্টের কমেন্ট বক্সে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একজন লিখেছেন, রাইট বলেছেন সহমত প্রকাশ করছি কিছু জান বাহন কারনে রাস্তায় জানজট কমবে আশা করি। অন্যদিকে আরেকজন লিখেছেন, এটা বাস্তবায়ন হ‌লে এ যাবৎকা‌লের সেরা কাজ হবে।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভার পর সাংবাদিকদের ব্রিফকালে ফিটনেসবিহীন মোটরযান নিষিদ্ধের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, ‘পুরাতন মোটরযান অপসারণের ফলে ঢাকার বায়ু মানের উন্নতি হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।’

তিনি জানান, ডিসেম্বর মাস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু হবে। দূষণকারীদের জরিমানা করা হবে, যা ব্যাংকে জমা করতে হবে।