অবশেষে সমাহিত হলেন মনি কিশোর
অবশেষে সমাহিত হলেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর। আজ বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা শেষে দক্ষিণ বনশ্রী কবরস্থানে তাকে দাফন করা হয়।
ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করার তথ্যটি সামনে আসার পর তাকে শেষ বিদায়ের বিষয়ে জটিলতা তৈরি হয়। প্রশাসনের সহযোগিতায় এর সমাধান করা হয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, পেশাদার সংগীত জীবনের শুরুতে বিয়ে করেন মনি কিশোর। শামীমা চৌধুরীর সঙ্গে সেই বিয়ে টেকেনি। দেড় যুগ আগে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মনি কিশোর। সে হিসেবে তার মরদেহের দাফন করা হবে বলে জানিয়েছিলেন বড় ভাই অশোক কুমার। তবে ধর্মান্তরিত হওয়ার প্রমাণাদি না পাওয়ায় ও মেয়ে নিন্তি চৌধুরীও দেশে না থাকায় সংশ্লিষ্ট থানা–পুলিশ কর্মকর্তারাও কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না। অবশেষে বিকেলে তার মেয়ের একটি ইমেইল পেয়ে দাফন দেয় প্রশাসন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট