৯ মাস পর মুক্তি পেলেন বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ২১:০৪
শেয়ার :
৯ মাস পর মুক্তি পেলেন বুশরা বিবি

৯ মাস পর জামিনে মুক্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আজ বৃহস্পতিবার মুক্তি পান তিনি । পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) সংক্রান্ত একটি নতুন মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। তবে একজন বিচারক না থাকায় তার মুক্তির আদেশে স্বাক্ষর করতে পারেননি। আজ বিচারকরা স্বাক্ষর করে তার ‍মুক্তির আদেশ জারি করেন।  

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বুশরা বিবির মুক্তি অন্যান্য সাধারণ আইনি প্রক্রিয়ায়র চেয়ে দ্রুত হয়েছে। সাধারণত মুক্তির নির্দেশ দেওয়ার পর তা বাস্তবায়নে দুই ঘণ্টা লেগে যায়। তবে বুশরা বিবি মুক্তি পেয়েছেন মাত্র ২০ মিনিটে। 

তার মুক্তিকে ঘিরে কারাগারের সামনে জড়ো হয়েছিলেন অনেক মিডিয়াকর্মী। তবে কারও সঙ্গেই তিনি কথা বলেননি। 

গত ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় ইমরান খানকেও সমান মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 

এরপর ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই তোশাখানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।