ভারতে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সরিয়ে নেওয়া হয়েছে ১৫ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৮:২৮
শেয়ার :
ভারতে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সরিয়ে নেওয়া হয়েছে ১৫ লাখ মানুষ

যতো সময় গড়াচ্ছে ততোই প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় ‘দানা’। প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আজ বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ ও ভারতে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে ভারতে প্রায় ১৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ ও ওড়িশ্যায় আঘাত আনার সম্ভবানা রয়েছে দানার। ক্ষয়ক্ষতি কামাতে হাজার হাজার ত্রাণকর্মীকে এই এলাকায় মোতায়েন করা হয়েছে। বাতিল করা হয়েছে অনেক ট্রেনসূচি ও ফ্লাইট। 

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে দানা। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে গতি-প্রকৃতি, তাতে এর আছড়ে পড়ার সম্ভাব্য এলাকা ভারতের ওড়িষ্যার উপকূল।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

গত মঙ্গলবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এরপর বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর প্রভাবে ঢাকাসহ উপকূলীয় বিভিন্ন এলাকার দুপুরের পর থেকে বৃষ্টি চলছে।